ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্লিনিকের প্যাথলজিকালে ব্যবহৃত ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিলল রক্তের ব্যাগ

  • পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকের ফ্রিজে মাছ, মাংসের সঙ্গে রক্তের ব্যাগ ও ওষুধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম পৌর সদরের ‘হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

তিনি বলেন, ক্লিনিকে প্যাথলজিকাল টেস্টে ব্যবহৃত একই ফ্রিজে মাছ, মাংস, রক্তের ব্যাগ এবং টেস্টে ব্যবহৃত বিভিন্ন ওষুধপত্র পাওয়া যায়। যা সম্পূর্ণ আইন বিরোধী এবং জীবন বিপন্নকারী।

ক্লিনিকে ভর্তি করা রোগীদের ফাইল সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী হেলথ কেয়ার ক্লিনিকের সকল অব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল মাসুদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া পিএম ফার্মেসিসহ বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওষুধ প্রশাসন বগুড়ার সহকারী পরিচালক মো. রমজান আলী, থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্লিনিকের প্যাথলজিকালে ব্যবহৃত ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিলল রক্তের ব্যাগ

পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকের ফ্রিজে মাছ, মাংসের সঙ্গে রক্তের ব্যাগ ও ওষুধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম পৌর সদরের ‘হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

তিনি বলেন, ক্লিনিকে প্যাথলজিকাল টেস্টে ব্যবহৃত একই ফ্রিজে মাছ, মাংস, রক্তের ব্যাগ এবং টেস্টে ব্যবহৃত বিভিন্ন ওষুধপত্র পাওয়া যায়। যা সম্পূর্ণ আইন বিরোধী এবং জীবন বিপন্নকারী।

ক্লিনিকে ভর্তি করা রোগীদের ফাইল সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী হেলথ কেয়ার ক্লিনিকের সকল অব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল মাসুদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া পিএম ফার্মেসিসহ বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওষুধ প্রশাসন বগুড়ার সহকারী পরিচালক মো. রমজান আলী, থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: