বিজনেস আওয়ার প্রতিবেদক: স্ত্রীকে আনতে গিয়ে রায়হান হোসেন (২২) নামে এক যুবকের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের মাথাভাঙ্গা জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ রায়হান যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দগ্ধ রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উদ্ধারকারী গ্রামবাসী আনোয়ার হোসেন জানান, রায়হানের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি জড়িত।
রায়হানের বাবা আমজাদ হোসেন বলেন, রায়হানের স্ত্রী রাবেয়া (১৯) গত ৫-৭ দিন আগে বাবার বাড়ি জোহরপুরের মাথাভাঙা গ্রামে যান। এর মধ্যে ছেলে বা ছেলে বউয়ের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে কি না তা আমার জানা নেই। তবে রোববার সন্ধ্যায় রায়হান তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে তার স্ত্রীসহ শশুরবাড়ির লোকজন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।
এদিকে স্থানীয় কয়েকজন জানান, রায়হান পেশায় টাইলস্ মিস্ত্রী। তিনি প্রতিনিয়ত স্ত্রীকে নির্যাতন করতেন। হয়তো তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়।
যশোর জেনারের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ বলেন, অগ্নিদগ্ধ রায়হানের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাঘারপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ