ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘দা বাহিনী’র প্রধানকে দা দিয়ে কুপিয়ে হত্যা

  • পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 110

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে নাসির উদ্দিন। তিনি কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন।

স্থানীয়রা জানান, পেকুয়ার টৈটংয়ে আলোচিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন নাসির উদ্দিন। এই বাহিনী ওই এলাকায় জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাসির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

এদিকে নাসির রোববার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচ থেকে ছয়জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, রোববার রাতে এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘দা বাহিনী’র প্রধানকে দা দিয়ে কুপিয়ে হত্যা

পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে নাসির উদ্দিন। তিনি কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন।

স্থানীয়রা জানান, পেকুয়ার টৈটংয়ে আলোচিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন নাসির উদ্দিন। এই বাহিনী ওই এলাকায় জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাসির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

এদিকে নাসির রোববার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচ থেকে ছয়জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, রোববার রাতে এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: