বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে উল্কা গেমস লিমিটেডে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামিলুর রশিদসহ ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রশিদ ছাড়া বাকিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, চক্রটি অনলাইন গেম বানানোর কথা বলে ‘তিন পাত্তি গোল্ড’সহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে আসছিল। এ চক্রের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে আটক করা হয়েছে।
জামিলুর রশিদসহ আটক ৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ