বিজনেস আওয়ার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৪.৫২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৮৭ টাকা বা ১৬ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.৬৬ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪৭ টাকা বা ২৮ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৩৯ টাকায়।
বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২২/পিএস