ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার পাশ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • 115

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুরের মান্দাতলী গ্রামে রাস্তার পাশ থেকে সলিমুল্লাহ লাভলু নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনগণ ও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সকালে ফতেহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দাতলী গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাভলু মান্দারতলী গ্রামের আমির হোসেন মাস্টারের ছেলে। তিনি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যানচালক মান্দারতলী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে চিৎকার দেন। এরপর স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, লাভলু ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক বিতর্ক হয়। পরে শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২) এবং তুহিন (২০) মিলে লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেন। তাই লাভলু হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করছে নিহতের পরিবার।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনউদ্দিন বলেন, বিএনপি নেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পারিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাস্তার পাশ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুরের মান্দাতলী গ্রামে রাস্তার পাশ থেকে সলিমুল্লাহ লাভলু নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনগণ ও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সকালে ফতেহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দাতলী গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাভলু মান্দারতলী গ্রামের আমির হোসেন মাস্টারের ছেলে। তিনি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যানচালক মান্দারতলী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে চিৎকার দেন। এরপর স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, লাভলু ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিব জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে স্কুল ছুটি হওয়ার পর তাদের গ্রামের শিপন তার (লাবিব) পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। লাভলু বিষয়টি জানার পর শিপনকে জিজ্ঞেস করলে বেশ তর্ক বিতর্ক হয়। পরে শিপন (২১) ও তার দুই বন্ধু রাকিব (২২) এবং তুহিন (২০) মিলে লাভলুর বাড়িতে এসে আজকেই খেলা দেখাবে বলে হুমকি দেন। তাই লাভলু হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করছে নিহতের পরিবার।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনউদ্দিন বলেন, বিএনপি নেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পারিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: