বিজনেস আওয়ার প্রতিবেদক: নীলফামারীতে পরকীয়ার ঘটনায় সহিদুল ইসলাম (৫৫) নামে এক ছাগল ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি জুম্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার ধানক্ষেতে গোঙ্গানীর শব্দ শুনে সেখান থেকে উদ্ধার করে সহিদুলকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
পরে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
হত্যার শিকার সহিদুল একই গ্রামের হাজীপাড়া এলাকার মৃত. জফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত সহিদুলের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে নীলফামারী থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের জুম্মাপাড়া এলাকার পরকীয়া প্রেমিকা লাইলী বেগম (৪৬) ও তার স্বামী রফিকুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ইজিবাইক চালক রফিকুলের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল প্রতিবেশী হাফেজপাড়া এলাকার ব্যবসায়ী সহিদুল ইসলামের।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় সহিদুলকে হাতেনাতে ধরে ফেলেন রফিকুল। এ সময় রফিকুলের রডের আঘাতে গুরুতর আহত হলে তাকে মৃত ভেবে বাড়ির পাশে ধানক্ষেতে রেখে আসেন রফিকুল দম্পত্তি।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল ইসলাম বলেন, পরকীয়ার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত রফিকুল ও তার স্ত্রী লাইলি বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/০৫ নভেম্বর, ২০২২/এএইচএ