ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বসত ঘর থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • 79

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেটে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রিপন দাস (২৮) ও শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক কন্যা সন্তান রয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে নগরের পাঠানটুলা পল্লবী আ/এ সি-২৫ নং বীরেন্দ্র দেবের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিপন দাস জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে ও শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন তারা।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বন্ধ কক্ষ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বসত ঘর থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেটে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রিপন দাস (২৮) ও শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক কন্যা সন্তান রয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে নগরের পাঠানটুলা পল্লবী আ/এ সি-২৫ নং বীরেন্দ্র দেবের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিপন দাস জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে ও শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন তারা।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বন্ধ কক্ষ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: