ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তালাবদ্ধ ঘরে মিলল তরুণীর মাথা বিচ্ছিন্ন মরদেহ

  • পোস্ট হয়েছে : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • 155

বিজনেস আওয়ার প্রতিবেদক: খুলনায় তালাবদ্ধ ঘরের খাটের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও বাক্সবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ১ নম্বর গোবরচাকা ক্রস রোডের একটি ঘর থেকে ওই তরুণীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ভাড়াটিয়া আবু বক্কর-স্বপ্না দম্পতি। নিঃসন্তান এ দম্পতি চার বছর ধরে একই বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে আবু বক্কর মোল্লা নামে এক জাহাজ শ্রমিক ভাড়া থাকেন। সকাল থেকে ঘরটি তালাবদ্ধ ছিল। পাওনা টাকার জন্য সকালে আবু বক্কর মোল্লার বাসায় আসেন তার কয়েকজন সহকর্মী। এ সময় ঘরের দরজা তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে একটি বাক্স ও বিছানার আশপাশে রক্ত দেখে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে ঘরের দরজা ভেঙে বাক্সের মধ্যে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন এক তরুণীর লাশ দেখতে পান পুলিশ। একইসঙ্গে খাটের নিচ থেকে পলিথিন মোড়ানো তরুণীর বডি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক তদন্ত নাহিদ হাসান মৃধা বলেন, ‘ওই বাড়ির ভাড়াটিয়া পলাতক। প্রাথমিকভাবে ধারণা করছি, মরদেহটি ভাড়াটিয়ার স্ত্রীর নয়, অন্যকোনো তরুণীর হবে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।’

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তালাবদ্ধ ঘরে মিলল তরুণীর মাথা বিচ্ছিন্ন মরদেহ

পোস্ট হয়েছে : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: খুলনায় তালাবদ্ধ ঘরের খাটের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও বাক্সবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ১ নম্বর গোবরচাকা ক্রস রোডের একটি ঘর থেকে ওই তরুণীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ভাড়াটিয়া আবু বক্কর-স্বপ্না দম্পতি। নিঃসন্তান এ দম্পতি চার বছর ধরে একই বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে আবু বক্কর মোল্লা নামে এক জাহাজ শ্রমিক ভাড়া থাকেন। সকাল থেকে ঘরটি তালাবদ্ধ ছিল। পাওনা টাকার জন্য সকালে আবু বক্কর মোল্লার বাসায় আসেন তার কয়েকজন সহকর্মী। এ সময় ঘরের দরজা তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে একটি বাক্স ও বিছানার আশপাশে রক্ত দেখে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে ঘরের দরজা ভেঙে বাক্সের মধ্যে মাথা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন এক তরুণীর লাশ দেখতে পান পুলিশ। একইসঙ্গে খাটের নিচ থেকে পলিথিন মোড়ানো তরুণীর বডি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক তদন্ত নাহিদ হাসান মৃধা বলেন, ‘ওই বাড়ির ভাড়াটিয়া পলাতক। প্রাথমিকভাবে ধারণা করছি, মরদেহটি ভাড়াটিয়ার স্ত্রীর নয়, অন্যকোনো তরুণীর হবে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।’

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: