বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্ব প্রতিটি প্রান্তেই প্রতিক্ষণে জনসংখ্যা বাড়ছে। জন সংখ্যার এই বৃদ্ধির কারণে আগামী ১৫ নভেম্বর বিশ্বে জনসংখ্যা পৌঁছাবে ৮০০ কোটিতে। জাতিসংঘের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৫০ সালে বিশ্বে জনসংখ্যা ছিল ২.৫ বিলিয়ন। ২০২২ সালে মাঝ নভেম্বর পর্যন্ত এই জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হচ্ছে প্রায় তিনগুণের বেশি।
ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট-২০২২ অনুযায়ী, ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রধান নাটালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য প্রত্যাশিত গড় আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে আসার প্রশংসা করেছেন তিনি।
বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: