বিজনেস আওয়ার প্রতিবেদক : অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে ১ লাখ ৬১ হাজার মেট্রিক টন চাল ও গম নিয়ে সাতটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সাতটি জাহাজের মধ্যে চালবাহী জাহাজ রয়েছে পাঁচটি। আর দুটি জাহাজে রয়েছে গম। পাঁচটি জাহাজে চাল রয়েছে ৬১ হাজার ৫০ দশমিক ৯০০ মেট্রিক টন। আর দুটি জাহাজে গম রয়েছে ১ লাখ ৫৭৫ মেট্রিক টন। এসব জাহাজের মধ্যে তিনটিতে এখন খালাস শুরু হয়েছে। আর চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। গম আমদানি করা হয়েছে রাশিয়া থেকে। চাল আমদানি হয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে। চট্টগ্রাম খাদ্য বিভাগের অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত মাসের শেষদিকে দেশের চাল ও গমের বাজার স্থিতিশীল রাখতে আরও ছয়টি জাহাজে ১ লাখ ৮৭ হাজার মেট্রিক খাদ্যশস্য আমদানি করা হয়। অন্যদিকে এত বিপুল পরিমাণ চাল ও গম আমদানির উদ্যোগের পরও বাজারে এর কোনো প্রভাব নেই। গম ও চালের বাজার এখনো অস্থির। দাম এক দফা কমে তো দুই দফা বাড়ে। এভাবেই দীর্ঘদিন বাজার অস্থিরতায় রয়েছে। সপ্তাহ খানেক আগেও সামান্য কমেছিল চালের দাম। তবে কয়েকদিন ধরে আবার চালের বাজার ঊর্ধ্বমুখী। নতুন করে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম খাদ্য বিভাগের অফিস সূত্রে জানা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবং চাল ও গমের বাজার স্থিতিশীল রাখতে সরকার চাল ও গম আমদানি করছে। চলতি মাসে আরও কয়েকটি জাহাজ চাল ও গম নিয়ে আসার কথা রয়েছে। বুধবার ‘এমভি ভারুডা’ ও ‘এমভি ম্যাগনাম ফরচুন’ নামের দুটি জাহাজ গম নিয়ে রাশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ‘এমভি ভারুডা’ জাহাজে গম রয়েছে ৪৯ হাজার ৪০০ মেট্রিক টন। আর ‘এমভি ম্যাগনাম ফরচুন’ জাহাজে গম রয়েছে ৫১ হাজার ১৭৫ মেট্রিক টন। দুই জাহাজে মোট গম রয়েছে ১ লাখ ৫৭৫ মেট্রিক টন। বুধবার এমভি ভারুডা থেকে গমের নমুনা সংগ্রহ করা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজ থেকে আমদানি করা গমের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার ‘এমভি ম্যাগনাম ফরচুন’ থেকেও নমুনা সংগ্রহ করতে বহির্নোঙরে যান। খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তারা বৃহস্পতিবার বহির্নোঙরে অবস্থান করছিলেন। জাহাজ থেকে আমদানি করা গমের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। নমুনা পরীক্ষায় এসব গম খাওয়ার উপযোগী পাওয়া গেলে খালাস প্রক্রিয়া শুরু হবে।
বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২২/কমা