আন্তর্জাতিক ডেস্ক: ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরের দম্পতি সঞ্জীব ও সবিতার মাঝে। চোখের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন স্ত্রী সবিতা। কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা না করে, উল্টো পুরো বিষয়টি ভিডিও রেকর্ড করেছেন স্বামী। এমনকি স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়লেও চিকিৎসক না ডেকে নিজেই বাঁচানোর চেষ্টা করেছেন তিনি।
জানা যায়, পারিবারিক অশান্তির জেরে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবিতা। প্রথমবার ব্যর্থ হন। দ্বিতীয়বার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পুরো বিষয়টি ঘটে যায় তার স্বামী সঞ্জীবের সামনেই। কিন্তু তখন তিনি স্ত্রীর আত্মহত্যার ভিডিও করতে ব্যস্ত। এ ঘটনায় হতবাক পরিবার ও প্রতিবেশীরা। সূত্র: সংবাদ প্রতিদিন
সবিতার মৃত্যুর পর তার পরিবারকে খবর দেন সঞ্জীব। সবিতার বাবা রাজকিশোর বলেন, আমরা এসে দেখি মেয়ের মরদেহ বিছানার ওপর পড়ে রয়েছে। চিকিৎসক ডাকার বদলে বুকে চাপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে সঞ্জীব। আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সবিতাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজকিশোর আরও জানান, সঞ্জীব আমাদের একটা ভিডিও দেখায়। সেখানে দেখি, মেয়ে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করছে। সঞ্জীবের দাবি, সবিতা আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল।
খবর পেয়ে ছুটে আসা কানপুরের পুলিশ। এ প্রসঙ্গে কানপুরের এসিপি অনুপ সিং সংবাদমাধ্যমকে জানান, পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই এ আত্মহত্যা। তবে স্বামী কেন বাঁচানোর চেষ্টা না করে ভিডিও করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, সবিতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দায়ের না হওয়ায়, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
বিজনেস আওয়ার/১৩ নভেম্বর, ২০২২/এএইচএ