বিজনেস আওয়ার প্রতিবেদক : রেকর্ড ডেট সংক্রান্ত কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪ কোম্পানি শেয়ার লেনদেনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।
কোম্পানিগেুলো হলো : জাহিনটেক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, এমএল ডাইং, এমজেএলবিডি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, জেনারেশন নেক্সট ফ্যাশন, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ডেসকো, ড্যাফোডিল কম্পিউটার, বিকন ফার্মা, বিডিকম, বাটা সু, আর্গন ডেনিমস, আনলিমা ইয়ার্ন, এএমসিএল (প্রাণ), অগ্নি সিস্টেমস, এএফসি এ্রগ্রো, অ্যাডভেন্ট ফার্মা, একটিভ ফাইন, এসিআই ফর্মূলেশন, এসিআই এবং আমান কটন,
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি ৩৪টির শেয়ার লেনদেন ১৭ নভেম্বর বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ২০ নভেম্বর (রবিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
বিজনেস আওয়ার/১৬ নভেম্বর, ২০২২/পিএস