বিজনেস আওয়ার প্রতিবেদক (কক্সবাজার): কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এপিবিএন’র ওই তিন সদস্য ঘটনার রাতে শামলাপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব হেফাজতে নেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মেলার পাশাপাশি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ৩ এপিবিএনের সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। ঘটনার দিন তারা এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। এ নিয়ে এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ