ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঝটিকা সফরে ঢাকায় এসেছেন শ্রিংলা

  • পোস্ট হয়েছে : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় একটি বিশেষ বিমান যোগে ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর ।

এই ধরনের সফরের আগে দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই সফরের উদ্দেশ্য ও আলোচ্যসূচির বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

সূত্র বলছে, সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এছাড়াও শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের সফরে উচ্চ পর্যায়ের বার্তা আদান-প্রদান হয়ে থাকে। এবারের সফরের ধরনও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস মহামারি মোকাবিলা ও ভ্যাকসিনসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে ।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঝটিকা সফরে ঢাকায় এসেছেন শ্রিংলা

পোস্ট হয়েছে : ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় একটি বিশেষ বিমান যোগে ঢাকায় পৌঁছান তিনি। পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর ।

এই ধরনের সফরের আগে দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই সফরের উদ্দেশ্য ও আলোচ্যসূচির বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

সূত্র বলছে, সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এছাড়াও শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের সফরে উচ্চ পর্যায়ের বার্তা আদান-প্রদান হয়ে থাকে। এবারের সফরের ধরনও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস মহামারি মোকাবিলা ও ভ্যাকসিনসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে ।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: