বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। আর তাই অলস সময় কাটাতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে-স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রেখেছেন।
শনিবার (১৯ নভেম্বর) সূর্যের আলো উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগানের পর স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছেন আলিয়া মাদ্রাসার মাঠ ও এর আশেপাশের বেশ কয়েকটি সড়ক।
মৌলভীবাজার সদর থানা থেকে এসেছেন বিএনপির সমর্থক ষাটোর্ধ রুহুল মিয়া। তিনি বলেন, ‘ধর্মঘটের কারণে একদিন পূর্বেই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছি। বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়ার মুক্তি চাই।’
বড়লেখা থেকে আসা যুবদল কর্মী জামিল জানান, এ সরকারের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকারের পতন এখন সময়ের দাবি। গতকাল রাত থেকেই মাঠে অপেক্ষা করছি। অন্য সমাবেশগুলোর মতোই আমাদের এটাও সফল হবেই।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরের পর শনিবার সিলেটে গণসমাবেশ ডেকেছে বিএনপি। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই সিলেটজুড়ে পরিবহন ধর্মঘট ডেকেছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২২/এএইচএ