বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো ৩ লাখ মানুষ শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে দেড় হাজার মানুষ। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬৪ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৮০৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত ছিল ৬৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৮৮০ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯২৫ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৭০৯ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৬ লাখ ২৬ হাজার ১১২ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে এক হাজার ৫৯৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮২১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ০২ লাখ ৫১ হাজার ৩৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ০২ হাজার ৯১৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৭৮৭ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ১৭৪ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৮৯ হাজার ০৬৪ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২২/কমা