ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমার্ধের বিরতির পর আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

  • পোস্ট হয়েছে : ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • 78

স্পোর্টস ডেস্ক: খেলোর শুরুতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও, প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! খেলায় এখন ২-১ গোলে এগিয়ে সৌদি আরব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।

আইকনিক লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু খেলার ৪৮ মিনিটে সমতা ফেরান সৌদি আরবের সালেহ আলসেহরি (১-১)। সেই এক গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা তখনো সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, ৫৩ মিনিটে সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায়।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রথমার্ধের বিরতির পর আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

পোস্ট হয়েছে : ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: খেলোর শুরুতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও, প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! খেলায় এখন ২-১ গোলে এগিয়ে সৌদি আরব।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।

আইকনিক লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু খেলার ৪৮ মিনিটে সমতা ফেরান সৌদি আরবের সালেহ আলসেহরি (১-১)। সেই এক গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা তখনো সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, ৫৩ মিনিটে সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায়।

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: