বিজনেস আওয়ার প্রতিবেদক: পল্লবী থানার মিরপুর ১১ নম্বর এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট ভরাট করে দখলে নেওয়ার অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ের দুই সদস্যের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে দুদকের টিম মাঠ দখলের অভিযোগ বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর খালি জায়গাটি জবরদখল থেকে উদ্ধারের পর ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমার কাছে খবর আছে, এ মাঠ দখলের পাঁয়তারা হচ্ছে।’
মিরপুরের প্যারিস রোড সংলগ্ন এ মাঠটি উদ্ধারের পর খেলার মাঠ হিসেবে ঘোষণা দেন মেয়র।
এদিকে, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনকালে দুদক টিমের সদস্যরা দেখতে পেয়েছেন, ওই জায়গার চারদিকে শেখ ফজলুল হক মনি খেলার মাঠ নামে সাইনবোর্ড টাঙানো আছে। সাইনবোর্ডে লেখা রয়েছে- শেখ ফজলুল হক মনি খেলার মাঠ। এটির বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, প্রস্তাবনায় ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক লেখা দেখতে পাওয়া যায়।
অভিযানকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্র, তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।
এর আগে এ খেলার মাঠ পুনঃরুদ্ধারের দাবিতে কয়েকটি স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা অনশন করেন। সেখানে উপস্থিত হয়ে মেয়র আতিক মাঠটি উদ্ধারের ঘোষণা দেন।
উপ-বিভাগীয় প্রকৌশলী, উপবিভাগ-১, মিরপুর গৃহসংস্থান বিভাগ-২, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গত ২ অক্টোবর পল্লবী থানায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২২/এএইচএ