বিজনেস আওয়ার প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ জন ইয়াবা কারবারির প্রত্যেককে ১ বছর ৬ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অস্ত্র মামলায় ১০১ জনের সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিরা কাঠগড়ায় বসা ছিলেন। রায় ঘোষণার পর তাঁরা দাড়িয়ে সন্তোষ প্রকাশ করেন।
মামলা সূত্রে জানা গেছে, টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণ করা ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী এই দুইটি দায়ের করে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
ফরিদুল আলম জানান, রায়ের জন্য কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়।
এদিকে মামলাগুলোর ১৮ আসামি কারাগারে থাকলেও পলাতক আছেন বাকি ৮৩ জন। এদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন।
বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২২/কমা