স্পোর্টস ডেস্ক: লিপজিগকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এদিন দলের হয়ে গোল করেন দি মারিয়া মার্কিনিয়োস ও হুয়ান বের্নাত। মঙ্গলবার পর্তুগালের লিসবনে স্তাদিও দো স্পোর্ত লিসবোয়া ই বেনফিকাতে মুখোমুখি হয় দু’দল।
মাচে লিড পেতে বেশি সময় নেয়নি ফরাসি চ্যাম্পিয়নরা। ১৩তম মিনিটে দি মারিয়ার ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান মার্কিনিয়োস। ২৬তম মিনিটে অবশ্য সমতায় ফিরতে পারতো জার্মান ক্লাব লিপজিগ। কিন্তু সংঘবদ্ধ আক্রমণ থেকে ইউসুফ পোলসেনের শটে জালের বাইরে চলে যায়।
ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দি মারিয়া। নেইমারের বাড়ানো বলে দি মারিয়ার বাঁ পায়ের জোড়ালো শটে গোল আদায় করে নেয় পিএসজি। বিরতি ঠিক আগে গোল বঞ্চিত হন এই ম্যাচে দারুণ খেলা নেইমার। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে শট নিলেও পোষ্ট ঘেঁষে বল বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোলে এগিয়ে থাকা পিএসজিকে কিছুটা চাপে রেখেছিল লিপজিগ। তবে প্রতিপক্ষের রক্ষণের কারণে গোল আদায় করে নিতে পারেনি। উল্টো ৫৬তম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। এবার দি মারিয়ার ক্রস থেকে হেডে গোল করেন বের্নাত।
শেষদিকে অবশ্য লিপজিগও ভালো কয়েকটি সুযোগ পায়। তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি দলটি। ফলে ৩-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ