বিজনেস আওয়ার প্রতিবেদক: কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল থেকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার মোবাইল চুরি হয়ে গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর পথে কোনো এক সময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়।
বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
মোবাইল ফোন চুরির বিষয়টি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান রুমিন ফারহানা। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।
মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র।
এদিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। বেলা ১১টা ২ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। পরে গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশ করে জাসাসের শিল্পীরা। বেলা সাড়ে ১১টায় দলের অঙ্গ সংগঠনের জেলা ও মহানগরের নেতাদের বক্তব্য শুরু হয়।
বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২২/এএইচএ