ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র: কাদের

  • পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বাধীনতার ঘোষণা পাঠক কখনও ঘোষক হতে পারে না। জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনও ইতিহাসের নায়ক হতে পারে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট এবং একুশে আগস্টর মাস্টারমাইন্ড বিএনপি। একুশে আগস্টের রক্তস্রোত এবং হত্যাকাণ্ডকে অন্য দিকে ঘুরাতে জজ মিয়া নাটক আপনারাই সাজিয়েছেন। আলামত নষ্ট করে ধামাচাপা দিতে চেয়েছেন। ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাতে চেয়েছেন। পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়েছেন। পাবলিক মিডিয়ায় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস চলে নিজস্ব গতিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন জেনারেল জিয়াকে নাকি ছোট করা হচ্ছে? আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাক্ষাৎকারে বলেছেন বঙ্গভবনের একটি কক্ষে জিয়ার সঙ্গে খুনিদের কথা হতো, দেখা হতো। খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

ওবায়দুল কাদের বলেন, হত্যার বিচার বন্ধে সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানের ঢুকিয়েছিল? সত্য কথা বললে ছোট করা হয়? খুনি আর খুনের মদদদাতা, উৎসাহদাতা এবং বেনিফিশিয়ারিও সমান অপরাধী। অপরাধীদের এক সময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এই যে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।

তিনি আরও বলেন, মুফতি হান্নানের সাক্ষ্যেও উঠে এসেছে একুশে আগস্টের মাস্টারমাইন্ড হাওয়া ভবনের তারেক জিয়া। এদেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার। খুনিদের খুনি তো বলবে জনগণ? সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন?

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘণীভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বরিশাল জোনসহ সারাদেশে একটি শক্তিশালী সড়ক অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সততা নিষ্ঠা এবং দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মন্ত্রণালয় এবং সড়ক জনপথসহ প্রতিটি সংস্থার ইমেজ বাড়ানোর আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র: কাদের

পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: স্বাধীনতার ঘোষণা পাঠক কখনও ঘোষক হতে পারে না। জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনও ইতিহাসের নায়ক হতে পারে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট এবং একুশে আগস্টর মাস্টারমাইন্ড বিএনপি। একুশে আগস্টের রক্তস্রোত এবং হত্যাকাণ্ডকে অন্য দিকে ঘুরাতে জজ মিয়া নাটক আপনারাই সাজিয়েছেন। আলামত নষ্ট করে ধামাচাপা দিতে চেয়েছেন। ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাতে চেয়েছেন। পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়েছেন। পাবলিক মিডিয়ায় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস চলে নিজস্ব গতিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন জেনারেল জিয়াকে নাকি ছোট করা হচ্ছে? আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাক্ষাৎকারে বলেছেন বঙ্গভবনের একটি কক্ষে জিয়ার সঙ্গে খুনিদের কথা হতো, দেখা হতো। খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

ওবায়দুল কাদের বলেন, হত্যার বিচার বন্ধে সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানের ঢুকিয়েছিল? সত্য কথা বললে ছোট করা হয়? খুনি আর খুনের মদদদাতা, উৎসাহদাতা এবং বেনিফিশিয়ারিও সমান অপরাধী। অপরাধীদের এক সময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এই যে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।

তিনি আরও বলেন, মুফতি হান্নানের সাক্ষ্যেও উঠে এসেছে একুশে আগস্টের মাস্টারমাইন্ড হাওয়া ভবনের তারেক জিয়া। এদেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার। খুনিদের খুনি তো বলবে জনগণ? সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন?

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘণীভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বরিশাল জোনসহ সারাদেশে একটি শক্তিশালী সড়ক অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সততা নিষ্ঠা এবং দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মন্ত্রণালয় এবং সড়ক জনপথসহ প্রতিটি সংস্থার ইমেজ বাড়ানোর আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: