বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু ফাতেমাকে (৮) পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এখন তার বাবা-মাকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ফাতেমার উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চি; গায়ের রং কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে গোলাপি রঙের প্রিন্টের ফ্রক ছিল।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ফাতেমাকে পাওয়ার পর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। কিন্তু তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্র জানায়, শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ফাতেমাকে আদাবর এলাকায় একা দেখতে পান। পরে তিনি শিশুটিকে থানায় নিয়ে আসেন। থানা পুলিশ ভিকটিমের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তার নাম-ফাতেমা, পিতা-আব্দুল, মাতা-নাছিমা বলে জানায়। ভিকটিমের ঠিকানা খুঁজে না পাওয়ায় থানা পুলিশ শিশুটিকে নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।
ফাতেমার কোনো স্বজন ও ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। যোগাযোগ করতে মোবাইল ফোন– ০১৭৪৫৭৭৪৪৮৭, টিএনটি–০২৪৮১১৮৫৪২ নম্বর দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/২৭ নভেম্বর, ২০২২/এএইচএ