ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আনসারুল্লাহ বাংলা টিমকে ‘প্রচার-অর্থায়নে’র অভিযোগে চিকিৎসক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: জঙ্গিবাদে প্ররোচণার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার ব্যক্তির নাম ডা. মো. আবুল কাশেম আলফি (৬২)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে। পেশায় ডেন্টিস্ট ডা. কাশেম রামপুরা থানাধীন বনশ্রীর ৩ নং সড়কের একটি বাসায় বসবাস করে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার আসলাম বলেন, গ্রেফতার ডা. আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বইগুলো নিজ উদ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের কাছে বিতরণ করতেন। তিনি বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফেসবুক, ম্যাসেঞ্জার, টেলিগ্রামসহ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।

এছাড়াও তিনি কারাবন্দি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন জানিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যান্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

২০২১ সালের ১৮ অক্টোবর মানিকগঞ্জ শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি আবুল কাশেম আলফি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/০১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আনসারুল্লাহ বাংলা টিমকে ‘প্রচার-অর্থায়নে’র অভিযোগে চিকিৎসক গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: জঙ্গিবাদে প্ররোচণার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার ব্যক্তির নাম ডা. মো. আবুল কাশেম আলফি (৬২)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার আব্দুর রহমানের ছেলে। পেশায় ডেন্টিস্ট ডা. কাশেম রামপুরা থানাধীন বনশ্রীর ৩ নং সড়কের একটি বাসায় বসবাস করে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ সুপার আসলাম বলেন, গ্রেফতার ডা. আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বইগুলো নিজ উদ্যোগে ছাপিয়ে তার সহযোগী অন্যান্য সদস্যদের কাছে বিতরণ করতেন। তিনি বাংলাদেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফেসবুক, ম্যাসেঞ্জার, টেলিগ্রামসহ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।

এছাড়াও তিনি কারাবন্দি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন জানিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যান্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

২০২১ সালের ১৮ অক্টোবর মানিকগঞ্জ শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি আবুল কাশেম আলফি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/০১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: