আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণেই খেয়েছিলেন এক যুবক। ‘শাস্তি’ দিতে তাকে দিয়ে এঁটো বাসন মাজানো হল।
একটি বিয়েবাড়িতে কব্জি ডুবিয়ে খেতে গিয়েছিলেন এক এমবিএ শিক্ষার্থী। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যান। তারপর ঠায় বসে ওই বিয়েবাড়ির সব এঁটো বাসন ধুতে দেওয়া হয় তাকে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ওই যুবক বাসনপত্র মাজছেন। বিয়েবাড়ির লোভনীয় পদগুলো খাবেন বলে বিনা নিমন্ত্রণেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তবে যেমনটা ভেবেছিলেন, তেমনটা হয়নি। পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন।
জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ির জব্বলপুরে। সেখান থেকে ভোপালে এসেছিলেন পড়াশোনার জন্য।
সংবাদমাধ্যম আজতকের একটি রিপোর্ট অনুযায়ী, ‘বিনা নিমন্ত্রণেই বিয়েবাড়িতে খাবার খেতে এসেছিলের এক এমবিএ শিক্ষার্থী। কিন্তু ধরা পড়ার পর তাকে দিয়েই বাসন মাজানো হয়।’
ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দাবি উঠছে, এমন আচরণ অমানবিক। বিনা দাওয়াএত হলেও কেউ খাবার খেয়েছে বলে তাকে এভাবে অপদস্থ করা যায় কি না, সে প্রশ্ন তুলছেন অনেকেই।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।
বিজনেস আওয়ার/০৩ নভেম্বর, ২০২২/এএইচএ