বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২টির বা ৭.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে কেঅ্যান্ডকিউয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে কেঅ্যান্ডকিউয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭০.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮৮.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮.২০ টাকা বা ৬.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কেঅ্যান্ডকিউ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের ৪.২৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.০২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৩.৭১ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৩৬ শতাংশ, বিডি থাই ফুডের ২.৯৯ শতাংশ, এডিএন টেলিকমের ২.৪৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৮১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৫১ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ১.৪৪ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/পিএস