ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল সভাপতি টুকুসহ সাতজন ৪ দিনের রিমান্ডে

  • পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নুরুল ইসলাম নয়নসহ ৭ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বিজন কুমার বিশ্বাস আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশ করে মশাল মিছিল, সরকারি বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য এবং ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে গুরুতর জখম করে। ওই ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুবদল সভাপতি টুকুসহ সাতজন ৪ দিনের রিমান্ডে

পোস্ট হয়েছে : ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নুরুল ইসলাম নয়নসহ ৭ আসামির ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বিজন কুমার বিশ্বাস আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশ করে মশাল মিছিল, সরকারি বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য এবং ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে গুরুতর জখম করে। ওই ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: