বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর একটি খালের পাশ থেকে ডিভাইসযুক্ত একটি পাখিটি উদ্ধার করেছে স্থানীয় এক যুবক। প্রায় দুই মাসের ব্যবধানে আরেকটি ডিভাইস বাঁধা পাখি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার একটি চিংড়ি ঘের থেকে পাখিটি উদ্ধার করা হয়।
পাখিটি উদ্ধারকারী শফিউল আলম জানান, ঘটিভাঙ্গা এলাকার খালে মাছ ধরতে গিয়ে ডিভাইসযুক্ত ওই পাখিটি পান। পাখিটির পিঠে একটি যন্ত্র বাঁধা ছিল। এ ছাড়া পাখিটিকে অপেক্ষাকৃত দুর্বল মনে হলে সেটিকে ধরে বাড়িতে নেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মহেশখালী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা পাখিটি হেফাজতে নিয়েছেন।
মহেশখালী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার জানান, পিঠে ডিভাইস বাঁধা পাখিটি উদ্ধার করা হয়। তবে পরে জানা গেছে, ঢাকার মো. সাইম নামে এক বিজ্ঞানী পাখিতে ডিভাইসটি ব্যবহার করেছেন। ডিভাইসটি খুলে পাখিটি ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে পিঠে ডিভাইস লাগানো আরও একটি পাখি পাওয়া যায়। পাখিটি বন বিভাগ উদ্ধার করলেও সেটি মারা যায়।
বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ