বিনোদন ডেস্ক: চলতি বছরের এপ্রিলে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাম লেখান ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো বিটিভির প্রযোজিত নাটকে অভিনয় করলেন তিনি। বিটিভিতে তাঁর অভিনীত দ্বিতীয় নাটক এটি।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের উদ্দেশে দুর্নীতি রোধে একটি ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখেছেন নাট্যকার মাসুম শাহরিয়ার। ‘পেনড্রাইভ’ নামের এই নাটকে দুর্নীতিবাজ এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, অভিনয় শুরুর সময় থেকেই ইচ্ছা ছিল বিটিভির সঙ্গে কাজ করার। সেটা অনেক বছর আগে একবার অভিনয় করেছিলাম। তখন আমি তালিকাভুক্ত হইনি। এবারই প্রথম বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে কাজ করছি। ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত কাজ করব।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিটিভির নিজস্ব সেটে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়। নাটকটিতে আরও অভিনয় করছেন রুনা খান, রাশেদুল আওয়াল প্রমুখ। আগামী ২৯ আগস্ট নাটকটি বিটিভিতে প্রচারিত হবে।
বিজনেস আওয়ার/২০ আগস্ট, ২০২০/এ