বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘১০ ডিসেম্বর যেকোনও মূল্যে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ হবেই। আমরা নয়াপল্টনে যাব। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সমাবেশ সুষ্ঠুভাবে করতে দেওয়ার দায়িত্ব সরকারের।’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির একজন নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার একদিন পর এক সংবাদ সম্মেলনে ফখরুল তার দলের অবস্থান স্পষ্ট করলেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দলীয় কার্যালয়ে বোমা পাওয়া পুলিশের নাটক ছাড়া আর কিছুই নয়।’
ফখরুল অভিযোগ করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢুকে তল্লাশি করেছে। তাদের সঙ্গে ভবন মালিক বা কমিটি সদস্যদের কেউ ছিলেন না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বিজনেস আওয়ার/০৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ