ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুগলে খোঁজা সেরা পাঁচ হলি তারকা

  • পোস্ট হয়েছে : ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • 77

বিনোদন ডেস্ক: যেকোনো কিছু জানতে বিশ্বের বেশিরভাগ মানুষ ইন্টারনেটে সার্চ করে থাকেন ‍গুগলের মাধ্যমে। কারণ গুগলের মতো এতো উন্নত ও বিশাল তথ্যভাণ্ডার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো খুঁজেছে,

এবারও গুগল তৈরি করেছে সার্চ ইঞ্জিনে খোঁজা সেরা তারকাদের নামের তালিকা। দর্শকরা কোন তারকাদের সবচেয়ে বেশি গুগল সার্চে খুঁজেছে সে অনুযায়ী এ তালিকা তৈরি করা হয়। সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগল এমন একটি তালিকা তৈরি করেছে যেখানে ঠাঁই পেয়েছে সেরা ১০০ তারকাদের নাম।

তালিকায় প্রথম স্থানে ২৬ বছর বয়সী কে–পপ তারকা ভি থাকলেও ১০০ জনের মধ্যে ৩৩ জন বলি তারকা রয়েছে। তবে সার্চ ইঞ্জিনে সেরাদের সেরা হয়েছেন হলিউড তারকা জনি ডেপ, উইল স্মিথ, অ্যাম্বার হার্ড, ক্রিস রক এবং জেডা পিনকেট স্মিথ।

এ পাঁচ তারকাই ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাই বারবারই তাদের বিষয়ে আপডেট খবরাখবর পেতে নেটিজেনরা সবচেয়ে বেশি সংখ্যক গুগলে সার্চ দিয়েছেন তাদের নামে।

সেরা পাঁচ হলি তারকাদের মধ্যে জনি ডেপ আর অ্যাম্বার হার্ড পেশাগত জীবন নিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরজুড়েই আলোচনায় ছিলেন।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত তারকা জনি ডেপের সঙ্গে অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদ এরপর একে অন্যের বিরুদ্ধে মানহানির মামলা ছোড়াছুরির কাদা ছিটিয়ে সার্চ ইঞ্জিন গুগলে হলি তারকার প্রথম স্থানে রয়েছেন জনি ডেপ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তারই সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উইল স্মিথ। এ বছরের অস্কার অনুষ্ঠানে চড়কাণ্ডের জন্য আলোচিত সমালোচিত তারকা সম্পর্কে জানতে গুগলে অনেক দর্শকই খুঁজেছেন তাকে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রকের নাম।

পঞ্চম স্থানে রয়েছেন অভিনেতা এবং টকশো সঞ্চালক জেডা পিনকেট স্মিথের নাম। মার্চে অনুষ্ঠিত হওয়া অস্কারের চড় কাণ্ডে এ দুই ব্যক্তিত্ব সরাসরি সংশ্লিষ্ট ছিল। তাই নেটিজেনরা তাদেরও খুঁজেছেন গুগলে।

চলতি বছরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই পাঁচ হলিউডের তারকা। তাই ‘টক অব দ্য ওয়ার্ল্ড’-এর হলি তারকারা গুগল সার্চেও হয়েছেন সেরাদের সেরা।

বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

গুগলে খোঁজা সেরা পাঁচ হলি তারকা

পোস্ট হয়েছে : ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: যেকোনো কিছু জানতে বিশ্বের বেশিরভাগ মানুষ ইন্টারনেটে সার্চ করে থাকেন ‍গুগলের মাধ্যমে। কারণ গুগলের মতো এতো উন্নত ও বিশাল তথ্যভাণ্ডার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো খুঁজেছে,

এবারও গুগল তৈরি করেছে সার্চ ইঞ্জিনে খোঁজা সেরা তারকাদের নামের তালিকা। দর্শকরা কোন তারকাদের সবচেয়ে বেশি গুগল সার্চে খুঁজেছে সে অনুযায়ী এ তালিকা তৈরি করা হয়। সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগল এমন একটি তালিকা তৈরি করেছে যেখানে ঠাঁই পেয়েছে সেরা ১০০ তারকাদের নাম।

তালিকায় প্রথম স্থানে ২৬ বছর বয়সী কে–পপ তারকা ভি থাকলেও ১০০ জনের মধ্যে ৩৩ জন বলি তারকা রয়েছে। তবে সার্চ ইঞ্জিনে সেরাদের সেরা হয়েছেন হলিউড তারকা জনি ডেপ, উইল স্মিথ, অ্যাম্বার হার্ড, ক্রিস রক এবং জেডা পিনকেট স্মিথ।

এ পাঁচ তারকাই ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাই বারবারই তাদের বিষয়ে আপডেট খবরাখবর পেতে নেটিজেনরা সবচেয়ে বেশি সংখ্যক গুগলে সার্চ দিয়েছেন তাদের নামে।

সেরা পাঁচ হলি তারকাদের মধ্যে জনি ডেপ আর অ্যাম্বার হার্ড পেশাগত জীবন নিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরজুড়েই আলোচনায় ছিলেন।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত তারকা জনি ডেপের সঙ্গে অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদ এরপর একে অন্যের বিরুদ্ধে মানহানির মামলা ছোড়াছুরির কাদা ছিটিয়ে সার্চ ইঞ্জিন গুগলে হলি তারকার প্রথম স্থানে রয়েছেন জনি ডেপ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তারই সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উইল স্মিথ। এ বছরের অস্কার অনুষ্ঠানে চড়কাণ্ডের জন্য আলোচিত সমালোচিত তারকা সম্পর্কে জানতে গুগলে অনেক দর্শকই খুঁজেছেন তাকে।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রকের নাম।

পঞ্চম স্থানে রয়েছেন অভিনেতা এবং টকশো সঞ্চালক জেডা পিনকেট স্মিথের নাম। মার্চে অনুষ্ঠিত হওয়া অস্কারের চড় কাণ্ডে এ দুই ব্যক্তিত্ব সরাসরি সংশ্লিষ্ট ছিল। তাই নেটিজেনরা তাদেরও খুঁজেছেন গুগলে।

চলতি বছরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই পাঁচ হলিউডের তারকা। তাই ‘টক অব দ্য ওয়ার্ল্ড’-এর হলি তারকারা গুগল সার্চেও হয়েছেন সেরাদের সেরা।

বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: