বিজনেস আওয়ার প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে ধানক্ষেত থেকে মো. শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শরীফ উপজেলার সমাজ সহিলদের ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জামরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে চুল কাটতে বাড়ি থেকে বের হন শরীফ। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বিশ্বকাপ ফুটবল খেলা চলায় বাড়ির লোকজন ধারণা করেন, হয়তো বাজারে খেলা দেখছেন তিনি। যে কারণে আর খোঁজ করেননি তারা। তবে রাতেই বাড়ির অদূরে ধানক্ষেতে শরীফকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি স্বজন ও থানায় জানান। পরে রাতেই মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফের বোনজামাই জাকির হোসেন জানান, বাড়ির সবাই ভেবেছে হয়তো বাজারে বসে খেলা দেখছেন শরীফ। তাই কেউ চিন্তা করেননি। শরীফ কৃষিকাজ করতেন। এ ঘটনায় নির্দিষ্ট কাউকে তারা সন্দেহ করছেন না। তাই পরবর্তী পরামর্শ অনুযায়ী মামলা করা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেল জানান, রাতেই বাড়ির পাশে মরদেহ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শরীফের মরদেহ দুপুরে (রোববার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা-মোহনগঞ্জ) সার্কেল মো. সাইদুর রহমান বলেন, ‘হত্যার কিছু ক্লু পেয়েছি এরই মধ্যে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। আশা করি দ্রুত এই হত্যারহস্য উদ্ঘাটন করতে পারব।’
বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ