বিজনেস আওয়া প্রতিবেদক : চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
রবিবার (১১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, ওই গুলিবর্ষণে ১৭ জন আহত হয়েছে। পাকিস্তান এই হতাহতের জন্য বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের ‘বিনা উসকানিতে ও নির্বিচার’ হামলাকে দায়ী করেছে।
আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দৃশ্যত সীমান্তে আফগাস্তিানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যকার বিরোধকে দায়ী করেছেন।
কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাইদ বলেন, সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোকসহ অন্য ১০ জন আহত হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী আফগান গুলির জবাব দেওয়ার কথা জানালেও বিস্তারিত কিছু বলেনি। তারা বিষয়টি কাবুলে আফগান কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করেছে বলে জানিয়েছে। সূত্র : রয়টার্স।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/কমা