আন্তর্জাতিক ডেস্ক: মহিষ চুরির মামলায় ঘুস নিয়ে হাতেনাতে ধরা পড়েন পুলিশ কর্মকর্তা। কিন্তু প্রমাণ না রাখতে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, ভারতের হরিয়ানার ফরিদাবাদে মাহেন্দ্র উলা নামে এক পুলিশ কর্মকর্তা ঘুসের টাকা নিয়ে ভিজিল্যান্স কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়েন। ধরা পড়ার সঙ্গে সঙ্গে ঘুসের টাকা মুখে ভরে ফেলেন মাহেন্দ্র। তাৎক্ষণিক তা গিলে ফেলার চেষ্টা করেন তিনি।
ইতোমধ্যে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে শুভনাথ নামে এক ব্যক্তির মহিষ চুরি হয়। সেটি উদ্ধারের জন্য ওই পুলিশ কর্মকর্তার দ্বারস্থ হন তিনি। তার কাছে ১০ হাজার টাকা ঘুস দাবি করেন মাহেন্দ্র। ইতোমধ্যে তাকে ৬ হাজার টাকা দিয়েছেন তিনি।
এরপর বাকি টাকা দাবি করায় ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন শুভনাথ। ফলে অভিযান চালায় তারা।
ইতোমধ্যে এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে ঘুসের টাকা মুখে ভরে ফেলেন মাহেন্দ্র। তাৎক্ষণিক তা গিলে ফেলার চেষ্টা করেন তিনি। সেসময় তার মুখ থেকে সেটা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা।
একপর্যায়ে মাহেন্দ্রকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুস বের করার চেষ্টা করেন তারা। এক্ষেত্রে ব্যর্থ হন ভিজিল্যান্স কর্মকর্তারা। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ