ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে ৩৩ নাবিক নিখোঁজ

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 48

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে একটি যুদ্ধজাহাজ ডুবে ৩৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নৌবাহিনীর বরাত দিয়ে সিএনএন বলছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামে ওই যুদ্ধজাহাজের বিদ্যুৎ ইউনিটে পানি উঠলে এটি ডুবে যায়।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, থাইল্যান্ড উপসাগরে ঝড়ের কবলে পড়ে ৪০ বছর পুরনো এ যুদ্ধজাহাজটি ডুবে যায়। এখনও ৩৩ জন নাবিকের খোঁজ পাওয়া যায়নি। বাকিদের উদ্ধার করেছে থাইল্যান্ড নৌবাহিনী।

যুদ্ধজাহাজের উদ্ধার অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে নৌবাহিনী।

দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজের মূল অংশে পানি ঢুকে গেলে পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। তার পরপরই যুদ্ধজাহাজটি ডুবে যায়।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবে ৩৩ নাবিক নিখোঁজ

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে একটি যুদ্ধজাহাজ ডুবে ৩৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে ১০৬ জন নাবিক ছিলেন। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নৌবাহিনীর বরাত দিয়ে সিএনএন বলছে, ‘এইচটিএমএস সুখোথাই’ নামে ওই যুদ্ধজাহাজের বিদ্যুৎ ইউনিটে পানি উঠলে এটি ডুবে যায়।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, থাইল্যান্ড উপসাগরে ঝড়ের কবলে পড়ে ৪০ বছর পুরনো এ যুদ্ধজাহাজটি ডুবে যায়। এখনও ৩৩ জন নাবিকের খোঁজ পাওয়া যায়নি। বাকিদের উদ্ধার করেছে থাইল্যান্ড নৌবাহিনী।

যুদ্ধজাহাজের উদ্ধার অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে নৌবাহিনী।

দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজের মূল অংশে পানি ঢুকে গেলে পাওয়ার কন্ট্রোল রুমে শর্টসার্কিট হওয়ার পরই সেটি পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যুদ্ধজাহাজটির নিয়ন্ত্রণ হারান ক্রুরা। তার পরপরই যুদ্ধজাহাজটি ডুবে যায়।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: