আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।
স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরাত ছিল ১৬ দশমিক ১ কিলোমিটার। এটি ক্যালিফোর্নিয়ার হাম্বোল্ট কাউন্টি শহরে আঘাত হেনেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা গেছে, ফার্ন্ডেল এলাকার অসংখ্য গ্যাস পাইপ ছিদ্র হয়েছে,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অন্তত একটি কাঠামোতে আগুন লেগেছে। ঈল নদীর উপর একটি সেতুতে ফাটলের খবর পাওয়া গেছে।
বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: