ঢাকা , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ পেশী শক্তির বলে ক্ষমতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • 74

বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগ পেশী শক্তির বলে ক্ষমতায় আসেনি। দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে, ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, কিছু সংখ্যক রাজনীতিবিদ জনগণকে বিভ্রান্ত করে, প্রলোভন দেখিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এসব প্রত্যক্ষ করে তাদের প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর বানেশ্বর কলেজ মাঠে জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদক থেকে তাদের দূরে রাখতে হবে। আর এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ভারত ফেনসিডিল কারখানা সীমান্ত থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তারা মাদক রুখতে সহায়তা করছে। মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশ বন্ধে বিজিবিকে প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুলাহ আল-মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল, পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মদ তরিক প্রমুখ।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আ.লীগ পেশী শক্তির বলে ক্ষমতায় আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগ পেশী শক্তির বলে ক্ষমতায় আসেনি। দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে, ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, কিছু সংখ্যক রাজনীতিবিদ জনগণকে বিভ্রান্ত করে, প্রলোভন দেখিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এসব প্রত্যক্ষ করে তাদের প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর বানেশ্বর কলেজ মাঠে জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদক থেকে তাদের দূরে রাখতে হবে। আর এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ভারত ফেনসিডিল কারখানা সীমান্ত থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তারা মাদক রুখতে সহায়তা করছে। মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশ বন্ধে বিজিবিকে প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুলাহ আল-মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল, পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মদ তরিক প্রমুখ।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: