বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে গত জুলাই মাসের শেষে শেয়ারের ফ্লোর প্রাইস বেধে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রায় ৫ মাসেও শেয়ারবাজার স্বাভাবিক পরিবেশে ফিরতে না পারলেও ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয় বিএসইসি। ফ্লোর প্রাইস প্রত্যাহারের ঠিক পরের দিন অর্থা’ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সূচকের সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে টাকার পরিমাণে লেনদেন আড়াই বছর আগের অবস্থানে নেমে গেছে।
টানা ছয় কার্যদিবস পতনে ডুবে থাকা শেয়ারবাজারে বৃহস্পতিবার সব সূচকই সামান্য বেড়েছে। সূচক বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর টাকার পরিমাণে লেনদেন আড়াই বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে।
জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৩৯ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৭.৬৪ পয়েন্টে এবং দুই হাজার ১৯৪.৫০ পয়েন্টে।
ডিএসইতে আজ ২২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দুই বছর ৫ মাস ৬ দিন বা ৫৯৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির বা ১৬.৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১০১টির বা ৩২.৬৯ শতাংশের এবং ১৫৬টির বা ৫০.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৩৬ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৭.৫১ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২২ ডিসেম্বর, ২০২২/পিএস