বিজনেস আওয়ার প্রতিবেদক: আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এরও আগে ১০টা ২৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ৭টা থেকে সম্মেলনে প্রবেশের গেট খুলে দেওয়া হয়। এর পর কাউন্সিলর ও ডেলিগেটরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন। সারা দেশের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদশে গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে: উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।
বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ