বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে। এদিন চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ ডিগ্রি।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বিজনস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: