বিজনেস আওয়ার প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্য দেশের তুলনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়। এটা কলকাতার মেট্রো না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। এ ছাড়া টেকনোলজির দিক থেকে আমাদের মেট্রোরেল অনেক উন্নত। আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ বা শব্দ হবে না। ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে আমাদের মেট্রোরেলের ভাড়া বেশি না, সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা, সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।
বিএনপির ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বরের মতো আমরা ৩০ ডিসেম্বরও সারাদেশে সতর্ক পাহারায় থাকব।
বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২২/কমা