বিজনেস আওয়ার প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনার নতুন ধরন বিএফ-৭ পূর্ববর্তী ওমিক্রন ধরনের চেয়ে চার গুণ বেশি সংক্রামক। এটি খুব অল্প সময়ের মধ্যে যেকোনও মানুষকে আক্রান্ত করতে পারে।
সোমবার (২ জানুয়ারি) করোনার নতুন এই ধরন সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর এ কথা বলেন।
আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ-৫ এর নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। রবিবার আমাদের দেশেও একজন চীনফেরত নাগরিকের দেহে বিএফ-৭ ধরনটি পাওয়া গেছে। এটি ওমিক্রনের চেয়ে অধিক শক্তিশালী। বিএফ-৭ আক্রান্ত রোগীর সংস্পর্শে অতি অল্প সময়েই বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারেন।
অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ভারতে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। ভারত এবং আমাদের অনেকগুলো বর্ডার দিয়ে যেহেতু নিয়মিত মানুষজনের আসা যাওয়া রয়েছে, তাই আমরা দেশের সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার ব্যবস্থা করেছি। করোনা আক্রান্ত ব্যক্তিদের কারও শরীরে বিএফ-৭ ভাইরাস রয়েছে কিনা, তা পরীক্ষা করার জন্য আইইডিসিআর,বি—কে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২৩/কমা