বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭০৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৬৬ কোটি ৫২ লাখ ০৯ হাজার ৯৬৪ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩৯ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ৯৭ হাজার ৯২২ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬৬ লাখ ৯৭ হাজার ৯২২ জন। অর্থাৎ ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে একহাজার ৩৪২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬৩ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৩৪৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৮ হাজার ৪৭৮ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ০৯৮ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৭০৭ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২৬৮ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯৪ হাজার ০৩২ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২৩/কমা