বিজনেস আওয়ার ডেস্ক: বছরের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৬.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯.৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ২.০৫ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ১.০৪ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ১ শতাংশ, লিবরা ইনফিউশনের ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ০.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ০.৯৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৯ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ার দর ০.৯৮ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২৩/পিএস