বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.২৮ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.০৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.১৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে ২০২২ সালের শেষ কার্যদিবস পিই রেশিও দাঁড়িয়েছিল ১৪.০৮ পয়েন্টে। আর ২০২১ সালের শেষ কার্যদিবস পিই রেশিও ছিল ১৬.২৯ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১৪ জানুয়ারি, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: