বিজনেস আওয়ার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ধারাবাহিকভাবে কোম্পানিটির লাখ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হচ্ছে। এই পন্থায় এক ঘোষণার শেয়ার বিক্রি শেষ হতেই নতুন করে আবার বিক্রির ঘোষণা দেওয়া হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ২০২০-২১ অর্থবছরের লভ্যাংশ ঘোষণার পরে ২০২১ সালের ১৩ ডিসেম্বর ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। যা বিক্রি করা শেষ হয়েছে বলে একই বছরের ১৯ ডিসেম্বর জানায়। এরপরে একই বছরের ২১ ডিসেম্বর আরও ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় এবং ২০২২ সালের ১৬ জানুয়ারি তা সম্পন্ন করা হয় বলে জানায়।
একইভাবে ২০২১-২২ অর্থবছরের লভ্যাংশ ঘোষণার পরে ওই শেয়ার বিক্রি করা কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রি শুরু করেছে। এরইমধ্যে গত ১৯ ডিসেম্বর ৬ লাখ শেয়ার বিক্রি ঘোষণা করার পরে তা সম্পন্ন না হতেই ২২ ডিসেম্বর আরও ১০ লাখ বিক্রির ঘোষণা দেয়। যা ২৯ ডিসেম্বর বিক্রি সম্পন্ন হয় বলে জানায়।
এরপরে চলতি বছরের ৪ জানুয়ারি আরও ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় ওই কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। যা বিক্রি সম্পন্ন হয়েছে বলে ১৬ জানুয়ারি জানায়। একইদিনে আরও ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
বিজনেস আওয়ার/১৬ জানুয়ারি, ২০২৩/এসএম