বিজনেস আওয়ার ডেস্ক : সপ্তাহের ৩য় কার্যদিবস মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরও পড়ুন…..
সেন্ট্রাল ফার্মায় নিরীক্ষকের ভয়াবহ অভিযোগ
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.২৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৫২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ ও প্যাসিফিক ডেনিমসের ৬.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এসএম