বিজনেস আওয়ার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১.৭৪ টাকা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩.১৫ টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলা’২২-ডিসেম্বর,২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.৫১ টাকা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৪.৪২ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৯.৬৫ টাকা।
বিজনেস আওয়ার/২৬ জানুয়ারি, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: