স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, বার্সেলোনা ছেড়ে চলে যেতে চান লিওনেল মেসি। এর পেছনে রয়েছে বার্সেলোনার প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালকদের অনেক বড় দায়। এমনটাই মনে করছেন বোর্ডের সদস্য রিস্টো স্টইচকভ। এ কারণে রীতিমতো ধুয়ে দিয়েছেন বার্সা বোর্ডকে।
মেসির ক্লাব ছাড়ার বিষয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ওলে’কে স্টইচকভ বলেছেন, আমরা বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেছনে লাথি মেরে বের করে দিচ্ছি। আমরা এক কিংবদন্তিকে মুছে দিচ্ছি। আমরা তার নাম, তার ক্যারিশমায় কালিমা লেপন করছি।
তিনি আরও বলেন, আমি জানি না, কেনো বার্সেলোনার হয়ে ইতিহাসগড়া খেলোয়াড়দের শেষটা এভাবে হয়। তারা মনে করে, আমরা তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে এগুচ্ছি, প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছি। আমি জানি না তাদের আসলে কী হয়। এই বোর্ড সব শেষ করে দিচ্ছে।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২০/এ